০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



‘পাঠ্যবইয়ের অধিকাংশ ভুল ১০ বছর আগের’

চাঁদপুর সংবাদদাতা || ২৭ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ পিএম
‘পাঠ্যবইয়ের অধিকাংশ ভুল ১০ বছর আগের’


পাঠ্যবইয়ে যেসব ভুল আছে, তার অধিকাংশই ১০ বছর আগের বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‌‘বর্তমানে পাঠ্যবইয়ে যদি কোনো ভুল থাকে, সেটা অনিচ্ছাকৃত। যদি কেউ ইচ্ছাকৃত ভুল করে, সেজন্য আমরা তদন্ত কমিটি করেছি। ভুলগুলো সংশোধন করছি।’

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ভাসমান শিক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

ডা. দীপু বলেন, ‘আমাদের নতুন শিক্ষা কার্যক্রমে নানারকম আনন্দদায়ক শিক্ষাব্যবস্থা যুক্ত করেছি। যেন কোনো শিশু শিক্ষা বঞ্চিত না থাকে। এখন থেকে যেসব শিশু স্কুলে যেতে চাইবে না তাদের কাছে স্কুল চলে যাবে। তারই একটি কার্যক্রম ব্র্যাকের এই জ্ঞানের নৌকা। এতে আছে- বিজ্ঞান তরী, গণিত তরী ও মূল্যবোধ তরী নামের ৩টি ভাসমান নৌযান।’

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, ব্র্যাক শিক্ষা তরীর পরিচালক সাফি রহমান খান, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

ব্র্যাক শিক্ষা তরীর পরিচালক সাফি রহমান বলেন, ‘চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থান নেওয়া এসব তরীতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম চলবে। এজন্য প্রতিটি তরীতে শিক্ষক আছেন।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন