২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



স্মিথ-ওয়ার্নারের ফিফটিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || ২৫ অক্টোবর, ২০২৩, ০৯:৪০ এএম
স্মিথ-ওয়ার্নারের ফিফটিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া


ওয়ানডে বিশ্বকাপের ২৪তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। চাপ সামলে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের জোড়া হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে অস্ট্রেলিয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯.২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ক্রিজে ডেভিড ওয়ার্নার ৪৮ বলে ৫৯ রান ও  স্টিভেন স্মিথ ৫৩ বলে ৫০ রানে অপরাজিত আছেন। 

বুধবরা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধন নামেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। বড় শর্ট খেলতে গিয়ে দলীয় ৩.৫ ওভারে ভুল করে বসেন মার্শ। লোগান ফন বিকের বলে কলিন অ্যাকারম্যানের হাতে ক্যাচ তুলে ১৫ বলে ৯ রান করে সাজঘরে ফিরেন তিনি। এরপর মাঠে নামেন স্টিভেন স্মিথ।

অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস,গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক,অ্যাডাম জাম্পা।

নেদারল্যান্ডস দল:  ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং,  কলিন অ্যাকারম্যান,  বাস ডি লিড. তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), রুলফ ফন ডার মারউই, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, পল ফন মিকেরেন।



আরো পড়ুন