২৬ জুন ২০২৪, বুধবার



ভিসতা চেয়ারম্যানের মা আর নেই

ঢাকা বিজনেস ডেস্ক || ০৭ জুন, ২০২৪, ০৯:০৬ পিএম
ভিসতা চেয়ারম্যানের মা আর নেই


দেশীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলমের মা সাজেদা বেগম আর নেই।  শুক্রবার (৭ জুন) সকালে তিনি মৃত্যুবরণ করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  এই সময় তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

বাদ জুমা তাঁর প্রথম জানাজা ঢাকার নাখালপাড়ার বাইতুল আতিক জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।  দ্বিতীয় জানাজা বাদ আসর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ফতেপুর গ্রামের ফরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে ফতেপুর কবরস্থানে দাফন করা হয়েছে। 

সাজেদা বেগমের মৃত্যুতে ভিসতা ও ঢাকা বিজনেস পরিবার গভীর শোক প্রকাশ করে। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে।



আরো পড়ুন