১৬ জুন ২০২৪, রবিবার



ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট করেসপন্ডেন্ট || ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম
ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা


বাগেরহাটে নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় নাছিমা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার(২৪ নভেম্বর) বিকেলে ফকিরহাট উপজেলার সিংগাতী বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুল্লাহ আল ইমরান জানান,  মেয়াদ উত্তীর্ণ এর তারিখ না থাকা ও খাবার দ্রব্যের সঙ্গে লোভনীয় হিসেবে খেলনা বিক্রি করার নাছিমা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় জব্দ করা বিপুল পরিমাণ খাদ্য দ্রব্য।

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন