০৫ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার



একদিন বন্ধ থাকার পর হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর প্রতিনিধি || ২৩ মে, ২০২৪, ০৫:৩৫ এএম
একদিন বন্ধ থাকার পর হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু



বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটির কারণে একদিন বন্ধ থাকার পর ফের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১ টা থেকে ভারত থেকে আমদানিকুত পণ্যবাহি ট্রাক বাংলাদেশে আসা শুরু করে।  হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এই তথ্য নিশ্চিত করেছেন।

চলন্ত বলেন, ‘গতকাল বুধবার (২২ মে) বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটির কারণে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার থেকে ফের বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।’

এদিকে হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকা বিজনেসকে বলেন, ‘গতকাল বুধবার হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’

ঢাকা বিজনেস/বুলু/



আরো পড়ুন