ভিসতা ইলেকট্রনিক্সের হোম অ্যাপ্লায়েন্স ও কিচেন অ্যামপ্ল্যায়েন্সের সব পণ্য এখন স্বপ্ন সুপার শপের আউটলেটে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার (২৫ মার্চ) থেকে স্বপ্নের আউটলেটগুলোয় এসব অ্যামপ্ল্যায়েন্স পাওয়া যাবে।
এই উপলক্ষে গত ১০ মার্চ ভিসতা ও স্বপ্নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুয়ায়ী স্বপ্নের আউটলেটগুলোয় যেসব হোম অ্যাপ্লায়েন্স ও কিচেন অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে, সেগুলো হলো: রাইস কুকার এবং মিক্সার গ্রাইন্ডার (জুসার ও ব্লেন্ডারসহ)। তবে ইলেকট্রিক কেটলি, ইনফ্রারেড কুকার, ইলেকট্রিক স্টিম আয়রনসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যতালিকায় শিগগিরই যুক্ত হবে।
স্বপ্নের আউটলেট থেকে ভিসতার এসব হোম অ্যাপ্লায়েন্স ও কিচেন অ্যামপ্ল্যায়েন্স ১৫ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে ভিসতার যাত্রা শুরু। ভিসতা শব্দের অর্থ দূরদর্শী। এর ভাবার্থ সাফল্যের সিঁড়ি। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ভিসতা ইলেকট্রনিক্স কারখানা স্থাপন করেছে। সেখানে উচ্চমানের অ্যান্ড্রয়েড ও বিভিন্ন ধরনের টিভি উৎপাদনের সাথে হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স ও এসি তৈরির নতুন প্রজেক্টে বিনিয়োগ করেছে ভিসতা। এইচভ্যাক (চিলার, ভিআরএফ, ভিআরভি এসিসহ) প্রজেক্টে ইতিমধ্যে ভাল অবস্থান তৈরি করেছে। এরপর স্মার্ট রেফ্রিজারেটর উৎপাদনে যাবে তারা। এছাড়া অ্যান্ড্রয়েড প্রজেক্টর, বিভিন্ন ধরনের মনিটর, ভিডিও ওয়াল, ডিজিটাল সাইনেজ, ডিজিটাল হোয়াইট বোর্ড, ল্যাপটপ, স্মার্ট মিরর, মেডিক্যাল ডিসপ্লে, এসেক্সরিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত প্রক্রিয়াকরনেও ভিসতা কাজ করছে।