০১ জুলাই ২০২৪, সোমবার



আজ হিলিবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি || ১৭ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম
আজ হিলিবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ


বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার (১৭ মার্চ) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিল হোসেন বলেন, ‘আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি। তাই হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে আগামীকাল সোমবার (১৮ মার্চ) থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।’

এদিকে, হিলি চেকপোস্ট ইমিগ্রেশর ওসি শেখ আশরাফুল আলম ঢাকা বিজনেসকে বলেন, ‘বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।’ 



আরো পড়ুন