০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



রোজার আগেই চোখ রাঙাচ্ছে আলু

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ০৯ মার্চ, ২০২৪, ০৭:৩৩ এএম
রোজার আগেই চোখ রাঙাচ্ছে আলু


রমজান মাসের আগেই চোখ রাঙাতে শুরু করেছে আলু। এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।  লম্বা জাতের যে আলু গত শনিবার (২ মার্চ) বিক্রি হয়েছে প্রতিকেজি ২৫ টাকা দরে, সেগুলোই শনিবার (৯ মার্চ)  বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। আর ২৫ টাকা কেজি দরের গোল আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। ক্রেতারা বলছেন, রমজানের মাসের আগেই আলু দাম বাড়ায় তারা শঙ্কিত।  বিক্রেতরা বলছেন, কৃষকের ঘরে আলুর মজুদ কমে আসছে। তাই বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। 

হিলি বাজারে আজ সকালে আলু কিনতে আসেন মো. আক্কাস আলী। তিনি বলেন, ‘সামনে পবিত্র রমজান মাস। হঠাৎ করেই কেন যেন আলুর দাম বেড়ে গেলো। গেলো সপ্তাহে প্রতিকেজি গোল আলু কিনি ২৫ টাকা কেজি দরে। আর আজ সকালে বাজারে এসে দেখি ওই আলুই প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। রমজানের আগেই যদি কেজিতে ১০ টাকা বাড়ে, তাহলে রমজান মাসে যে কত বাড়বে, তা বলা মুশকিল।’ 

সাধারণ ক্রেতা মো. জাকিরুল ইসলাম বলেন, ‘আলু একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। সব তরকারিতেই আলুর ব্যবহার করতে হয়। আমি কাঠিলাল (লম্বা) জাতের আলু কিনি। গত শনিবার প্রতিকেজি আলু কিনি ২৫ টাকা কেজি দরে। আর আজ শনিবার প্রতিকেজি কাঠিলাল আলু কিনতে হলো ৩০ টাকা কেজি দরে।’

জাকিরুল ইসলাম আরও বলেন, ‘বিক্রেতরা বলছেন, বাজারে সরবরাহ কমে যাওয়ায় নাকি আলুর দাম বেড়েছে। রমজান মাসে নাকি আলুর দাম আরও বাড়তে পারে।’

হিলিবাজারের আলু বিক্রেতা মো. আসলাম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘পাইকারি কিনতেই আলুর দাম বেশি পড়ছে। আাগে কাঠিলাল আলু ২০ টাকা কেজি দরে কিনে ২৫ টাকায় বিক্রি করি। আর গোল  আলু ২৫ টাকা কেজি দরে কিনে ৩০ টাকা কেজি দরে বিক্রি করি। কিন্তু এখন কাঠিলাল আলু কিনতে হচ্ছে ২৫ টাকা কেজি দরে। বিক্রি করছি ৩০ টাকা কেজি দরে। আর গোল আলু ৩০ টাকা কেজি দরে কিনে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছি।’

আসলাম হোসেন আরও বলেন, ‘ধীরে ধীরে কৃষকেরা ঘরে আলুর মজুদ কমে আসছে। তাই সরবরাহ কমে যাচ্ছে বাজারে। আমাদের বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। সরবরাহ কমে গেলে আলুর দাম আরও বাড়তে পারে।’ 



আরো পড়ুন