২৬ জুন ২০২৪, বুধবার



আলু-পেঁয়াজসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি তদন্তে কমিটি গঠনের নির্দেশ

ঢাকা বিজনেস ডেস্ক || ২৮ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম
আলু-পেঁয়াজসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি তদন্তে কমিটি গঠনের নির্দেশ


আলু, পেঁয়াজ, ডিমসহ অন্যান্য কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (২৮ জানুয়ারি) জনস্বার্থে করা এ-সংক্রান্ত এক রিটের শুনানির পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

একইসঙ্গে কৃষি বিপণন অনুযায়ী উৎপাদনস্থলে বাজার অবকাঠামো ও বাজার ব্যবস্থাপনা করার ব্যর্থতা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনারি করেন রিটকারি আইনজীবী মনোজ কুমার ভৌমিক।

এই রিটে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও কৃষি অধিদফতরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।



আরো পড়ুন