২৬ জুন ২০২৪, বুধবার



আর নেই অভিনেত্রী উত্তরা

বিনোদন ডেস্ক || ১৩ এপ্রিল, ২০২৩, ১০:০৪ এএম
আর নেই অভিনেত্রী উত্তরা


মৃণাল সেনের ছবিতে কাজ করা উত্তরা বাওকর আর নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার (১২ এপ্রিল) পুণের এক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন উত্তরা। অভিনয় করেছেন একাধিক হিন্দি ও মারাঠি ছবিতেও। পর্দায় কাজ করার আগে ছিলেন থিয়েটারে। অধ্যাপনাও করেছেন কয়েক বছর।  শ্যাম বেনেগলের ‘যাত্রা’ ও গোবিন্দ নিহালনির ‘তামস’ দিয়ে তিনি টেলিভিশনে কেরিয়ার শুরু করেন।

মৃণাল সেনের ছবি ‘একদিন আচনক’-এ পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন উত্তরা। ১৯৮৪ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি থেকে বিশেষ সম্মান পেয়েছিলেন তিনি। ন্যাশনাল স্কুল অফ ড্রামা'র কৃতী ছাত্রী ছিলেন। পরেসেখানেই অধ্যাপক হিসাবে যোগ দেন উত্তরা। থিয়েটারের জগতেও নানা অবদান রেখেছেন তিনি। পাশাপাশি কাজ করছেন ছবিতেও।

‘রুক্মাবতী কি হাভেলি’, ‘দঘি’, ‘সর্দারি বেগম’, ‘বাস্তুপুরুষ’ ‘আজা নাচলে’, ‘ডর’ ছবিতে অভিনয় তাকে জনপ্রিয়তা পেয়েছিলেন। তার অভিনীত ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘রিশতে কোরা কাগজ’, ‘জসসি জ্যায়সি কোই ন্যাহি’এই ধারাবাহিকগুলোও বেশ জনপ্রিয় হয়েছিল। 

ঢাকা বিজনেস/এন/  



আরো পড়ুন