২৬ জুন ২০২৪, বুধবার



মেহেদী-নাজিফার নতুন গান

বিনোদন ডেস্ক || ০৮ মে, ২০২৩, ১২:০৫ পিএম
মেহেদী-নাজিফার নতুন গান


নতুন গান নিয়ে আসছেন গীতিকবি মহসীন মেহেদী। কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী ফাইরুজ নাজিফা। ‘আর ভাবতে চাই না’ শিরোনামের গানটির সুর করেছেন এহসান রাহী। শব্দ প্রযোজক হিসেবে আছেন আমজাদ হোসেন।

জ্যাজ ব্যালাড ধাঁচের গানটি নিয়ে আশাবাদী মহসীন মেহেদী। তিনি জানান, এটি তার দীর্ঘ প্রতীক্ষিত একটি প্রজেক্ট।

তিনি বলেন, ‘দীর্ঘদিন পর আমার লেখা নতুন গান রেকর্ডিং হলো। আমরা এবার উপস্থাপন করছি একজন প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল তরুণ কণ্ঠশিল্পীকে। আমার কাছে মনে হয়েছে তার কণ্ঠেই গানটি ভালো যাবে। একটু ভিন্ন ধাচের কিছু করার চেষ্টা।’

মহসীন মেহেদীর কথায় নাজিফার প্রথম মৌলিক গান। তিনি জানান, নাজিফা ‘তুমি হিনা’ শিরোনামের একটি কভার গানে ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে কাজ করেছিলেন। গানটি বেশ আলোড়ন সৃষ্টি করে। 

‘আর ভাবতে চাইনা’ গানটির মিউজিক ভিডিও চলতি মাসের শেষে প্রকাশ পাবে বলে জানান মহসিন মেহেদী।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন