২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



সবজির বাজারে অস্বস্তি, ঝাঁজ বেড়েছে পেঁয়াজের

মোহাম্মদ তারেকুজ্জামান || ০৩ জুন, ২০২৩, ০২:৩৬ পিএম
সবজির বাজারে অস্বস্তি, ঝাঁজ বেড়েছে পেঁয়াজের


রাজধানীর বাজারেগুলোতে বেড়েছে শাক-সবজিসহ অন্যান্য খাদ্যদ্রব্যের দাম। শনিবার (৩ জুন) কাওরান বাজার, মিরপুর-২ বড়বাগ কাঁচাবাজার, তালতলা বাস স্ট্যান্ডসহ অন্যান্য বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে বেগুন, করলা, পেঁপে, পটল, ঝিংগা, মরিচসহ অন্যান্য সবজি। এছাড়া পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। তবে, অপরিবর্তিত রয়েছে মাংস-মাছসহ আদা, রসুন ও তেলের দাম। শনিবার (৩ জুন) রাজধানীর মিরপুর বড়বাগ কাঁচাবাজার, কাওরানবাজার, হাতিরপুর কাঁচাবাজার, মোহাম্মদ টাউনহল কাঁচাবাজার,  শান্তিনগর কাঁচাবাজার, রামপুরা কাঁচার ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

সরেজমিনে দেখা গেছে, বেগুন কেজিপ্রতি বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকা দরে, পটল কেজিপ্রতি বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা দরে, উসতা কেজিপ্রতি ৮০ টাকা, শসা ৮০ টাকা, ঝিংগা ৭০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা, টমেটো ৮০ টাকা, কাঁচামরিচ কেজিপ্রতি বিক্রি হয়েছে ১২০-১৬০ টাকায়।  কেজিতে ১০ টাকা বেড়ে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮৫-৯৫ টাকা দরে, কাকরোল ৮০- ১০০ টাকা, ঢেড়স ৬০ টাকা, দেশি গাজর ৬০-৭০ টাকা, চাইনিজ গাজর ১৪০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুর মতি ৯০ টাকা ও আলু কেজিপ্রতি বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়।

রাজধানীর মিরপুর বড়বাগ কাঁচাবাজারে সবজি কিনতে এসেছেন রবিন। তিনি ঢাকা বিজনেসকে বলেন, ‘প্রতিদিনই সবজির দাম বেড়ে চলেছে। আমরা না হয় কষ্ট করে হলেও অল্প অল্প করে কিনে খাচ্ছি। যেখানে আগে এক কেজি পেঁয়াজ নিজে কিনতাম  সেখানে এখন হাফ কেজি করে কিনতে হচ্ছে।’

বড়বাগ কাঁচা বাজারের সবজি বিক্রেতা মো. জাহিদ ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা মিরপুর-১ নাম্বার থেকে সবজি বাড়তি দামে কিনে নিয়ে আসি। এরপর আমাদের পরিবহন খরচ, শ্রমিক খরচতো আছেই। যে কারণে আমরা কিছুটা বাড়তি দামে বিক্রি করি। তাছাড়া এখন বেশ কিছু সবজির মৌসুম শেষ হয়ে গেছে। আগের তুলনায় চাহিদা অনুযায়ী সবজির সরবরাহ কিছুটা কম। তাই এই সময় বেশি দামেই বিক্রি হচ্ছে সবজি।’

এদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, দেড় কেজি ওজনের পাঙ্গাস বিক্রি হয়েছে ২০০ টাকা দরে, কালবাউস ৪০০ টাকা দরে, আইড় ৭০০ টাকা, বাঈম ৯০০ টাকা, ছোট আকারের চিংড়ি ৬৫০ টাকা, ১ কেজি ওজনের রুই ২৬০-২৮০ টাকা, গ্লাসকার্প ৩২০-৩৫০ টাকা, চাষের মাগুর ৬৫০ টাকা, ছোট ইলিশ ৭০০-৯০০ টাকা দরে বিক্রি হয়েছে।

মাংসের বাজার ঘুরে দেখা যায়, অপরিবর্তিত দামেই গরুর মাংস বিক্রি হয়েছে কেজিপ্রতি  ৭৫০-৮০০ টাকায়। খাসির মাংস কেজিপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা দরে। এছাড়া বয়লার মুরগি কেজিপ্রতি ২০০- ২১০ টাকা, সোনালী মুরগি কেজিপ্রতি বিক্রি হয়েছে ২৭০ টাকা দরে।  এদিন বাজারে প্রতি ডজন সাদা ডিম বিক্রি হয়েছে ১২০-১৩০ টাকা ও লাল ডিম ১৩৫ টাকা দরে।

কাওরান বাজারের মাংস বিক্রেতা বাবু ঢাকা বিজনেসকে বলেন, ‘চাহিদামতো খাসি-ছাগল পাওয়া যাচ্ছে না। বাড়তি দামে কিনে আনতে হচ্ছে। আবার বেশি দাম হওয়াতে ক্রেতাও কমে গেছে। বেচা-কেনা আগের থেকে অনেক কমে গেছে।’

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন