০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



১৪০ ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ড ভারতীয় তরুণীর

ঢাকা বিজনেস ডেস্ক || ০৯ জানুয়ারী, ২০২৪, ০৮:৩১ এএম
১৪০ ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ড ভারতীয় তরুণীর


কিছুদিন আগে আফ্রিকার দেশ ঘানায় এক নারী গানের ম্যারাথন করেছিলেন। তাও আবার পাঁচ দিন ধরে! তবে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে পেরেছেন কি না, তা এখনো জানা যায়নি। তবে গান দিয়েই এবার রেকর্ড গড়েছেন কেরালার এক নারী সুচেথা সতীশ। কনসার্ট ফর ক্লাইমেটে ১৪০টি ভাষায় গান গেয়েছেন তিনি।

এতগুলো ভাষায় গান যে শুধু কৃতিত্ব দেখানোর জন্য গেয়েছেন, বিষয়টি তেমন নয়। এর পেছনে রয়েছে সচেতনতা তৈরি। গত ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে কপ-২৮ সম্মেলন চলাকালে তিনি সেখানে কনসার্ট ফর ক্লাইমেটে অংশ নেন। জলবায়ু সচেতনতা নিয়ে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে লিখেছে, দুবাইয়ে ভারতীয় কনস্যুলেটের অডিটরিয়ামে জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা তৈরি করতে ১৪০টি ভাষায় গান গেয়ে রেকর্ড গড়েছেন সুচেথা। ১৪০ সংখ্যাটি বেছে নেওয়ার পেছনের কারণ হলো, সম্মেলনে ১৪০টি দেশ অংশ নিয়েছিল।

রেকর্ড গড়ার পর খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করে সুচেথা লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় আমি একটি আনন্দের খবর শেয়ার করছি। ২৪ নভেম্বর জলবায়ু কনসার্টে ৯ ঘণ্টায় আমি ১৪০টি ভাষায় গান গেয়ে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছি। শুভকামনা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

ইনস্টাগ্রামে একজন ব্যবহারকারী তাঁর পোস্টের নিচে লিখেছেন, ‘অভিনন্দন সুচেথা। অভাবনীয়! হাজারো মাইলের সফর ছোট্ট একটি পদক্ষেপ দিয়ে শুরু হয়। এই সুন্দর সফরের অংশ হতে পেরে আমি গর্বিত। দারুণ কাজ।’

আরেকজন লিখেছেন, ‘গৌরবময় অর্জন। ভবিষ্যতে আপনার আরও অনেক অর্জন আসুক। আপনাকে সম্মান জানাই।’ তৃতীয় আরেকজন লিখেছেন, ‘অবিশ্বাস্য অর্জন। পুরো মানবজাতি তোমাকে নিয়ে গর্ব করবে সুচেথা। তোমাকে আমার আন্তরিক অভিনন্দন।’

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন