২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



তথ্যমন্ত্রী
প্রিন্ট

নির্বাচন বর্জনের নামে বিএনপি দেশের সম্পদ নষ্ট করে: তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ৩০ ডিসেম্বর, ২০২৩, ১১:৪২ এএম
নির্বাচন বর্জনের নামে বিএনপি দেশের সম্পদ নষ্ট করে: তথ্যমন্ত্রী


আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, রেল লাইন বানায়, নদী ভাঙ্গন রোধ করে, শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই দেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আর বিএনপি নির্বাচন বর্জনের নামে পেট্টোলবোমা মেরে দেশের সম্পদ নষ্ট করে দিচ্ছে। 

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে নিজ নির্বাচনি আসনের (চট্টগ্রাম-৭) রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকাসহ কয়েকটি স্থানে পথসভায় নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন,‘জামায়াত ইসলামী স্লোগান দেই, ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’। ওরা বলে, ইসলাম প্রতিষ্ঠা করবে। আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে পাখি শিকার করার মতো করে হত্যা করা হচ্ছে, এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, তৎমধ্যে বেশিরভাগ নারী এবং শিশু। বিএনপি-জামায়াত আজ পর্যন্ত একটি শব্দ ইসরাইলের বিরুদ্ধে উচ্চারণ করে নাই। কারণ একটি বড় রাষ্ট্র নাখোশ হতে পারে। তারা আজকে ইসরাঈলের দোসর ও মোনাফেক হিসেবে আবির্ভূত হয়েছ। সুতরাং, এদেরকে চিনে রাখতে হবে। এরা নানা বিভ্রান্তি ছড়ায়।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে গিয়ে ফিলিস্তিনে বর্বর হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়েছে। আমি সরকারের তথ্যমন্ত্রী হিসেবে প্রতিদিন এর বিরুদ্ধে কথা বলেছি। এই বিএনপি-জামায়াতের উপর আল্লাহ নারাজ হয়ে গেছে। কারণ তারা ফিলিস্তিনের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে একটি কথাও বলে নাই। তাদের নেতা তারেক রহমান কথা বলতে নিষেধ করেছে।’

তিনি বলেন, ‘আমরা ২০০৮ সালে ক্ষমতায় আসার আগে বাংলাদেশ ছিল ৬০তম অর্থনীতির দেশ। সেখান থেকে আমরা ২৭টি দেশকে পেছনে ফেলে এখন পৃথিবীর ৩৩তম অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছে। দেশে যদি আজকের এই উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হয় তাহলে আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আজকে এই পরিবর্তন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন