২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

ক্রীড়া ডেস্ক || ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪২ এএম
বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ


তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। যেখানে টস জিতে বোলিং করতে নেমে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। তবে  মাউন্ট মঙ্গানুইয়ের আকাশ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরতে শুরু করায় বন্ধ রয়েছে ম্যাচ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান।

শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে  টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে শেখ মেহেদী হাসানকে ভালোভাবেই সামলেছেন দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম সাইফার্ট। এক বাউন্ডারিতে ইনিংস শুরুর ওভারে তারা তুলে নেন ৯ রান।

তবে তাদের জুটি ৮ বলের বেশি স্থায়ী হতে দেননি পেসার শরিফুল। দ্বিতীয় ওভারে আক্রমণে এসে নিজের দ্বিতীয় বলে তিনি ফেরান অ্যালেনকে। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেছিলেন অ্যালেন। কিন্তু সরাসরি ক্যাচ গেছে এক্সট্রা কাভারে রিশাদ হোসেনের হাতে। তাতে ৫ বলে ২ রানে থেমেছে অ্যালেনের ইনিংস।

এরপর উইকেটে আসেন ড্যারিল মিচেল। তার সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন সেইফার্ট। তবে ঝোড়ো গতিতে রান তোলা এ জুটিতে আঘাত হানের তানজিম হাসান।

ম্যাচের অষ্টম ওভারে সাকিবের লেংথ বলে মিড অফে শান্তর তালুবন্দী হন সেইফার্ট। সাজঘরে ফেরার আগে ৪২ রান করেন এ ডানহাতি ব্যাটার।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন