২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



সহিংসতা রোধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ সিইসির

ঢাকা বিজনেস ডেস্ক || ২৮ ডিসেম্বর, ২০২৩, ০৮:৪২ এএম
সহিংসতা রোধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ সিইসির


ভোটাররা যেন অবাধে ভোটকেন্দ্রে যেতে পারেন তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।তিনি বলেন, সহিংসতা রোধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনারের সভাকক্ষে মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে তিনি এই নির্দেশনা দেন।

এদিকে মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন,‘বিশ্বের কোনো কোনো দেশ আছে যেখানে ভোট দেওয়া বাধ্যতামূলক, যেমন নিউজিল্যান্ড। কিন্তু আমাদের দেশে সে ধরনের নিয়ম নেই, সে কারণে আমি বলবো কেউ যদি ভোট না দিতে যায় তাহলে সেটা তার ইচ্ছা। কিন্তু কেউ যদি দিতে চায় তাকে বাধা দেওয়াও অনুচিত, আইনের বরখেলাপ ও এটা মানবাধিকার লঙ্ঘন। একই সঙ্গে কাউকে যদি ভোট দিতে বাধ্য করা হয় মানবাধিকার লঙ্ঘন।’

এদিন সকালে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সিইসি ও কমিশনের অন্য কমিশনারের সঙ্গে বৈঠক করে। বৈঠকে কাজী হাবিবুল আউয়াল কমিশনের কাছে নির্বাচনের প্রচার-প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনসহ নানান বিষয় তুলে ধরে মানবাধিকার কমিশন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন