২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



মেন্ডিস-সিলভার ফিফটিতে ম্যাচে ফরার চেষ্টা শ্রীলঙ্কার

ঢাকা বিজনেস ডেস্ক || ২২ মার্চ, ২০২৪, ০৮:৩৩ এএম
মেন্ডিস-সিলভার ফিফটিতে ম্যাচে ফরার চেষ্টা শ্রীলঙ্কার


ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। যেখানে প্রথম দিনের প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়ে পিছিয়ে ছিল সফরকারীরা। তবে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে মেন্ডিস-সিলভার জোড়া ফিফটিতে প্রতিরোধ গড়েছে লঙ্কানরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ পাঁচ উইকেটে ১৮০ রান। ধনঞ্জয়া ডি সিলভা ৫৬ ও ৬৬ রানে অপরাজিত আছেন কামিন্দু মেন্ডিস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শ্রীলংকার হয়ে ইনিংস উদ্ধোধনে নামেন নিশান মাদুস্কা ও দিমুথ করুণারত্নে। তবে শুরুতেই এ জুটিতে আঘাত হানেন টাইগার পেসার খালেদ আহমেদ। 

ম্যাচের দ্বিতীয় ওভারেই মাদুস্কাকে সাজঘরের পথ দেখান খালেদ। পরে ক্রিজে এসে করুণারত্নের সঙ্গে ছোট জুটি গড়েন কুশল মেন্ডিস। কিন্তু ভয়ংকর হয়ে ওঠার আগে এ জুটিও ভাঙেন খালেদ। 

১২তম ওভারে এক্সট্রা বাউন্সে মেন্ডিসকে জাকিরের তালুবন্দী করেন খালেদ। আউট হওয়ার আগে ১৬ রান করেন মেন্ডিস।

উইকেটে এসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৫) ও দিনেশ চান্দিমাল (৯)। দুর্দান্ত এক থ্রোতে ম্যাথিউজকে রান আউট করেন শান্ত। আর শরিফুলের পেসে পরাস্ত হন চান্দিমাল। অবশ্য অবিশ্বাস্য এক ক্যাচে তাকে তালুবন্দী করেছেন মিরাজ।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে লঙ্কানরা। তবে সেই চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছে ধনঞ্জয়া-মেন্ডিস জুটি।



আরো পড়ুন