লোহিত সাগরে হুতির হামলায় ইরানের সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ ডিসেম্বর) হোয়াইট হাউস জানিয়েছে হুতিদের হামলায় ইরানের সংশ্লিষ্টতার বিষয়ে তাদের হাতে গোয়েন্দা তথ্য রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, ‘হুতিদের এই বেপরোয়া আচরণের পেছনে প্রধান ইন্ধনদাতা ইরান। তারা এসব আক্রমণকে আরও উৎসাহিত করছে। এদিকে হুতিদের আক্রমণ থেকে লোহিত সাগরের এ সমুদ্র পথকে নিরাপদ রাখতে ইতোমধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোটের দুটি যুদ্ধ জাহাজ টহল শুরু করেছে। গত মঙ্গলবার থেকে ভারতের জাহাজ দুটি তাদের টহল শুরু করেছে।
তবে, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধ না হলে তাদের এ আক্রমণ অব্যাহত থাকবে।
লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের এ হামলার প্রভাব পড়ছে বিশ্ব পণ্যপরিবহনে। এই রুট দিয়ে যাতায়াত করে বিশ্বের প্রায় ৩০ শতাংশ কন্টেইনার জাহাজ। চলমান উত্তেজনার ফলে নেতিবাচক প্রভাব পরতে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে।
লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলার পরই মূলত বেড়েছে উত্তেজনা। ইসরায়েলের সাথে সম্পর্ক থাকা বাণিজ্যিক ও যুদ্ধজাহাজের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েই চলেছে হুতিরা। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে চাপ সৃষ্টি করতেই এমন হামলার দাবি তাদের।
এদিকে হামলার কারণে লোহিত সাগরে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। স্থগিত হয়েছে ১২টি শিপিং কোম্পানি ট্রানজিট। শস্য, পাম তেল ও উৎপাদিত পণ্যের আমদানি-রপ্তানিতেও পড়ছে লক্ষণীয় প্রভাব।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মুখপাত্র প্যাট রাইডার বলেন, হুতিদের অবশ্যই এসব হামলা থামাতে হবে। পণ্যবাহী জাহাজে হামলা বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে। বাড়ছে জাহাজে পণ্যবহন খরচ। বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে।
লোহিত সাগর ও বাব-আল-মান্দেব রুট দিয়ে বিশ্বের প্রায় ৩০ শতাংশ কন্টেইনার জাহাজ যাতায়াত করে। সমুদ্রবাহিত তেলের প্রায় ১২ শতাংশ ও তরল প্রাকৃতিক গ্যাসের ৮ শতাংশ এই প্রণালি দিয়ে যায় ইউরোপে। বিশেষজ্ঞরা বলছেন, লোহিত সাগরে সৃষ্টি হওয়া উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
এদিকে হুতি দমনে ইরানসহ ১৩ অর্থযোগান দাতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডাসহ ১০টি দেশ নিয়ে সামুদ্রিক জোট গঠন করেছ দেশটি। নতুন করে আরও ১০ টি দেশ সহ মোট ২০ টি দেশের এ জোট হুতির আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে।
ঢাকা বিজনেস/এমএ/