৫০ দিনে প্রায় ২৫০ কোটি টাকা আমানত সংগ্রহ করতে চায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এই ৫০ দিনে অন্তত ৮৫ হাজার হিসাব খুলবে ব্যাংকটি। এই লক্ষ্যে বিশেষ কর্মসূচি শুরু করেছে বিশেষায়িত এই ব্যাংক। বুধবার (১৮ জানুয়ারি) এই কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জাহিদুল হক।
এমডি বলেন, ‘এখন রাকাব-এ ইন্টারনেট-মোবাইল ব্যাংকিং সেবা চালু আছে। এর মাধ্যমে ব্যাংকের সব গ্রাহক ঘরে বসেই মোবাইল অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ২৪ ঘণ্টাই অর্থ লেনদেনসহ বিভিন্ন ব্যাংকিং ও সরকারি পরিষেবা গ্রহণ করতে পারেন।’
রাকাবের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল বলেন, ‘মূলত ১৬ জানুয়ারি থেকে ৫০ দিনের বিশেষ এই কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। এই কর্মসূচির আওতায় ব্যাংকের ৩৮৩টি শাখায় প্রায় ২৫০ কোটি টাকা আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া নতুন হিসাব খোলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৮৫ হাজার।’ তিনি আরও বলেন,
‘এরই মধ্যে ব্যাংকের স্থানীয় মুখ্য কার্যালয়ের আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা ধরা হয়েছে। ব্যাংকের এই শাখায় হিসাব খোলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০০টি। রাজধানী ঢাকায় ব্যাংকের অন্যতম করপোরেট দপ্তর। এছাড়া বগুড়া ও রংপুরেও রয়েছে করপোরেট শাখা। সবমিলিয়ে চারটি করপোরেট শাখার প্রতিটি ১৫ কোটি টাকা করে আমানত সংগ্রহ করবে। একই সঙ্গে নতুন হিসাব খুলবে ১০০টি করে।’
মো. জামিল বলেন, ‘এছাড়া ২২টি জেলা বা জেলার প্রধান শাখা সাড়ে ৩০০টি হিসাব খুলবে। এসব শাখার প্রত্যেকটি আমানত সংগ্রহ করবে ২ কোটি টাকার মতো। ব্যাংকের ১১৩টি উপজেলা বা পৌর শাখার প্রত্যেকটি ২৫০টি করে নতুন হিসাব খুলবে। এসব শাখা আমানত সংগ্রহ করবে ১ কোটি টাকা করে। একেবারেই ইউনিয়ন পর্যায়ে রয়েছে রাকাবের ২৪৪টি শাখা। এসব শাখার প্রত্যেকটিকে ৬০ লাখ টাকা করে আমানত সংগ্রহ এবং ২০০টি করে নতুন হিসাব খোলার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।’
ঢাকা বিজনেস/ফেরদৌস/এনই/