২৬ জুন ২০২৪, বুধবার



নেদারল্যান্ডসকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || ০৯ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম
নেদারল্যান্ডসকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা


বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। রোববার (৯ জুলাই) ফাইনালে নেদারল্যান্ডকে ১২৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

এদিন হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে ২৩৩ রানে অলআউট হয়  শ্রীলঙ্কা। ২৩৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩.৩ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। বড় জয়ে চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা। অবশ্য হারলেও আগেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে ডাচরা।

বল হাতে ডাচদের গুঁড়িয়ে দেন মাহিশ থিকসানা, দিলশান মাদুশঙ্ক ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। থিকসানা ৬.৩ ওভারে ১ মেডেনসহ ৩১ রান দিয়ে ৪টি উইকেট নেন। মাদুশঙ্ক ৭ ওভারে ১ মেডেনসহ ১৮ রান দিয়ে নেন ৩টি উইকেট। আর হাসারাঙ্গা ৩৫ রান দিয়ে নেন ২টি উইকেট।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন