টাঙ্গাইলের সখীপুর কচুয়া বাজার এলাকায় জ্বালানি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্যাট্রল, ডিজেল, অকটেন, মবিল ভর্তি ৪ শতাধিক ড্রাম, তেলবাহী ট্রাক ও দুটি মোটরসাইকেল পুড়ে গেছে।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া এই তথ্যটি নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা জানা গেছে।
জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, ‘যমুনা অয়েলের সখীপুরের পরিবেশক শওকত হোসেনের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। জ্বালানি তেলসহ মবিল ভর্তি ৪ শতাধিক ড্রাম ও চার হাজার লিটার তেল ভর্তি দুটি ট্রাক, দুটি মোটরসাইকেল ও গোডাউন পুড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডটি বিদ্যুতের শর্টসার্কিট অথবা শ্রমিকদের ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেটের থেকে আগুন লাগতে পারে।’
ঢাকা বিজনেস/এমএ/