২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নৌকার মনোনয়ন পেলেন উবায়দুল মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট || ২৬ নভেম্বর, ২০২৩, ০১:৪১ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নৌকার মনোনয়ন পেলেন উবায়দুল মোকতাদির চৌধুরী


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বর্তমানে তিনি  এই আসনের সংসদ সদস্য ও  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী নৌকার মনোনয়ন ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে বিশেষ দোয়া হয়। তারপর নেতাকর্মীদের আনন্দ মিছিল করেন ও সবার মাঝে মিস্টি বিতরণ করা হয়৷

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন