২৬ জুন ২০২৪, বুধবার



নির্বাচনে আশা নেই জেনে বিএনপি কূটনীতিকদের কাছে ধর্ণা দিচ্ছে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ১৪ মার্চ, ২০২৩, ১০:৩৩ পিএম
নির্বাচনে আশা নেই জেনে বিএনপি কূটনীতিকদের কাছে ধর্ণা দিচ্ছে: তথ্যমন্ত্রী


বিএনপি নেতারা জানেন নির্বাচনে অংশ নিলেও তাদের জেতার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন,  ‘নির্বাচনে জিতবে না জেনে, বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত। জনগণের কাছে না গিয়ে তারা এখন বিদেশি কূটনীতিকদের কাছে ক্ষণে ক্ষণে ধর্ণা দিচ্ছেন।’ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

‘নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের  এমন মন্তব্যের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের আগে খালেদা জিয়া বেশ কয়েকবার বলেছিলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য নির্বাচনে প্রথমে বিএনপি ২৯টি আসন পেয়েছিল। অর্থাৎ খালেদা জিয়ার ভবিষ্যদ্বাণী তার নিজেদের বেলায় সত্য হয়েছিল। এবার  খালেদা জিয়া কারাগারে। আমি আশ্চর্য হবো না যদি মির্জা ফখরুল সাহেবের এই ভবিষ্যদ্বাণী তার দলের ব্যাপারে সত্য হয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তো কোনো সুযোগ নাই। কারণ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হবে, আশা করি সেখানে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশ নেবে।’ 

হাছান মাহমুদ বলেন, ‘‘ড. কামাল হোসেনকে শ্রদ্ধা জানিয়েই বলছি, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি হেভিওয়েট রাজনীতিবিদ হিসেবে তাকে ‘হায়ার’ করেছিল। তিনি ‘হায়ারে’ খেলতে গিয়ে ভালো খেলেন নাই । সেখানে মাত্র ৭টি আসন বিএনপি পেয়েছিল। এবার দেখা যাচ্ছে তারা আনুবিক্ষণিক দলগুলো, যারা রাজনীতির টোকাই তাদের ওপর ভর করেছে। বিভিন্ন দলীয় মোর্চা মিলে মনে হয় ৫১-৫২ দল হয়েছে। মির্জা ফখরুল সাহেবকে আপনারা ৫২টি দলের নাম মুখস্ত বলার জন্য প্রশ্ন করলে তিনি বলতে পারলে আমি তাকে ধন্যবাদ দেবো।’ 

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন