নিজেদের নবম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে অজিরা। দলটির ওপেনার ট্রাভিস হেডকে সাজঘরের পথ দেখিয়েছেন তাসকিন আহমেদ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২.৫ ওভারে ১ উইকেটে ১২ রান।