২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



তথ্যমন্ত্রী
প্রিন্ট

পাড়ায়-মহল্লায় আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ নভেম্বর, ২০২৩, ১১:৪১ এএম
পাড়ায়-মহল্লায় আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: তথ্যমন্ত্রী


যারা আগুনসন্ত্রাসের সঙ্গে জড়ি তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এই নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নাই। আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন।’  বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অভ ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ’র (আইডিইবি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে  তিনি এই আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘একাত্তরে পাকিস্তানি বাহিনী মানুষকে হত্যা করেছে কিন্তু জীবন্ত পোড়ায়নি। আর এই সময়ের আগুনসন্ত্রীরা পাকিস্তানি বাহিনীর চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছে। সুতরাং পাকহানাদারদের বিরুদ্ধে যেমন পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হয়েছিলো, আজকে এদের বিরুদ্ধেও জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’

‘আগুনসন্ত্রাসীরা আসলে রাষ্ট্রের ওপর হামলা চালাচ্ছে’ মন্তব্য করেন তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়েছে। রাষ্ট্রের তিনটি অঙ্গের একটির প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। তার বাড়িতে হামলার অর্থ বিচার বিভাগের ওপর হামলা। জাসেস কমপ্লেক্সে, পুলিশ হাসপাতালে ও সবাইকে অবাক করে দিয়ে এই আইডিইবি ভবনেও হামলা চালানো হয়েছে। এটি পেশাজীবীদের সংগঠন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আওয়ামী লীগও না, বিএনপিও না। এখানে কেন হামলা চালালো, এটি আমার বোধগম্য নয়।’

আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরা ফয়সালা করা হবে, প্রত্যয় ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সাড়ে ১৭ কোটি মানুষের দেশ, পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ। বাংলাদেশ এখন ২০২৩ সালের দেশ, শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ। আমাদের বন্ধু রাষ্ট্ররা পরামর্শ দিতে পারে কিন্তু এমন পরামর্শ না যেটি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হতে পারে বলে প্রতীয়মান হয়। আমাদের সঙ্গে সবার সম্পর্ক ভালো। 

বিএনপির সঙ্গে বিদেশিদের সম্পর্ক নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মনে করেছিল তাদের যারা একটু বাতাস দিচ্ছিল, তারা বাতাস দিতে দিতে দোলনায় চড়িয়ে শিশুদের মতো ফিডার খাইয়ে ক্ষমতার দোলনায় চড়িয়ে দেবে। কিন্তু যারা সাউন্ড গ্রেনেডের আওয়াজেই পালিয়ে যায়, তাদের কেউ আর বাতাস দেবে না।’ 

/ঢাকা বিজনেস/




আরো পড়ুন