২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



সহসা বাড়ছে না গ্যাস-বিদ্যুতের দাম: বিইআরসি চেয়ারম্যান

ঢাকা বিজনেস ডেস্ক || ২৭ আগস্ট, ২০২৪, ০৬:৩৮ এএম
সহসা বাড়ছে না গ্যাস-বিদ্যুতের দাম: বিইআরসি চেয়ারম্যান


সহসাই গ্যাস ও বিদুতের দাম বাড়ানোর আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটারী কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, ‘বিগত সরকার এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করতো। কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির নিয়ম বাতিল করেছে। তাই সহসাই বাড়ছে না গ্যাস ও বিদ্যুতের দাম।’ সোমবার (২৬ আগস্ট) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজিত ‘খোয়াই অপবাহিকায় বন্যা ও জলাব্ধতা: কারণ ও করনীয়’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘হবিগঞ্জের সার্বিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করে জন্মস্থানের ঋণ পরিশোধ করতে চাই। পুরাতন ও প্রবাহমান খোয়াই নদীর সমস্যাগুলো সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে।’

 ছাত্র জীবনের কথা স্মরণ করে বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খোয়াই নদীকে আমরা শহর থেকে সরিয়েছিলাম। নদী সরে গেলেও সমস্যা কমেনি। পুরনো খোয়াইকে দখলদার থেকে মুক্ত করতে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নদী থেকে বালু উত্তোলন করা হয়। বালু মহাল ব্যবস্থাপনা খুবই জঠিল বিষয়। যারা ইজারা নেন তারা রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী। ফলে নিয়ন্ত্রণ করা যায় না।’ তিনি নদীর সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন, সৌন্দর্যবর্ধনে কার্যকর পদক্ষেপের জন্য প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস দেন।

বিশিষ্ট পরিবেশ সংগঠক ও কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় ওই সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ সংগঠক, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, ডিআইজি এজাজ আহমদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমদ, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন, হবিগঞ্জ বারের সাবেক সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী।

 



আরো পড়ুন