২৯ জুন ২০২৪, শনিবার



টস হেরে বোলিংয়ে আফগানিস্তান

ঢাকা বিজনেস ডেস্ক || ০৩ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম
টস হেরে বোলিংয়ে আফগানিস্তান


টসে হেরে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে আফগানিস্তান। শুক্রবার (৩ নভেম্বর) লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে আফগানরা।

চলতি বিশ্বকাপ দারুণ কাটছে আফগানিস্তান। এরই মধ্যে ইংল্যান্ড-পাকিস্তান-শ্রীলঙ্কাকে হারিয়ে জানান দিয়েছেন তাদের শক্তিমত্তার। ছয় ম্যাচের তিনটি জিতে এখনো রয়েছে সেমিফাইনালের দৌড়ে। আজ তাদের সামনে সুযোগ রয়েছে এই দৌড়ে আরেকটু এগিয়ে যাওয়ার।

অন্যদিকে, এক যুগ পর বিশ্বকাপ খেলতে এসেই সেমিফাইনাল খেলার আশার কথা শুনিয়েছিলেন কোচ। ছয় ম্যাচে চার হারে সেই আশা ফুরিয়ে গেলেও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছে দলটি। আজ কি আরেকটা চমক দেখাবে!

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ ও ফজলহক ফারুকি।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও দাউদ, কলিন আক্রম্যান, বাস ডি লিডি, উইসলি বারসি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্রান্ড এনগেলব্রেচন্ট, রোলেফ শারিজ আহমেদ, লোগান বিক, সাকিব জুলফিকার, আরিয়ান ডুট ও পল ভ্যান মিকিরিন।

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন