২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার



নিউজিল্যান্ডকে ৩৮৯ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || ২৮ অক্টোবর, ২০২৩, ০৯:৪০ এএম
নিউজিল্যান্ডকে ৩৮৯ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া


ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। যেখানে বোলারদের তুলোধুনো করে কিউইদের সামনে রানপাহাড় দাঁড় করিয়েছে অজিরা। শনিবার(২৮ অক্টোবর) ধর্মশালায় টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ৩৮৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৮৯ রান।

অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার। ম্যাচের সপ্তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নেন ওয়ার্নার। সেঞ্চুরির কাছে গিয়েও ম্যাচের ২০তম ওভারের গ্লেন ফিলিপসে বলে ৮১ রান আউট হন তিনি।

ওয়ান ডেউনে কিজে আসেন মিচেল মার্শ। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেন হেড। সেই সঙ্গে চলমান বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই দ্রুততম শতক তুলে নিয়েছেন ট্রাভিস হেড। তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করতে তিনি খেলেন ৫৯ বল। যা এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। 

এরপরই ফিলিপসের বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমের পথে হাঁটা শুরু করেন হেড। তার বিদায়ে উইকেটে আসেন স্টিভ স্মিথ। তবে থিতু হওয়ার আগেই ফিলিপসের ঘূর্ণিতে কাঁটা পড়েন তিনি।

ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মিচেল মার্শ (৩৬)। পরে উইকেট বিলিয়ে দেন লাবুশেনে। পরে রানের চাকা ঘোরান গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস ও প্যাট কামিন্স। তাদের দুর্দান্ত ক্যামিওতে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৩৮৮ রানে।

এদিন কিউইদের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেছেন গ্লেন ফিলিপস ও ট্রেন্ট বোল্ট।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন