শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এদিন বেলা ১১ টার দিকে থেকে হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করে। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন চলন্ত এই তথ্য নিশ্চিত করেন।
জামিল হোসেন বলেন , ভারতীয় হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে পুররায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
তবে হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে দু’দেশের মধ্যে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’
এদিকে ৭ দিন পর বন্দরের আমদানি-রপ্তানি চালু হওয়ায় শ্রমিকদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
ঢাকা বিজনেস/বুলু/এনই