২৯ জুন ২০২৪, শনিবার



অতিরিক্ত দামে ডাব বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

বগুড়া সংবাদদাতা || ২৬ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম
অতিরিক্ত দামে ডাব বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা


অতিরিক্ত দামে ডাব বিক্রির অভিযোগে বগুড়ায় ৪ ব্যবসায়ীকে সাড়ে ৭ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার(২৬ আগস্ট) বেলা ১২ টার দিকে শহরের কালিতলা, রেললাইনবাজার ও কোর্ট চত্ত্বর এলাকায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই তথ্য নিশ্চিত করেন।

ইফতেখারুল আলম রিজভী বলেন,‘ডাবের দাম নিয়ন্ত্রণে রাখতে  শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পাইকারি ও খুচরা বিক্রেতারা চড়া দামে ইচ্ছেমতো ডাব বিক্রি করছেন। ৫০-৬০ দরের ডাব ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করায় কালিতলায় একজন পাইকারকে ৫ হাজার, লাইন বাজারে দুজনকে ২ হাজার ও কোর্ট চত্ত্বরে এক খুচড়া ডাব বিক্রেতাকে ৫০০ টাকাসহ মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।’ 

সহকারী পরিচালক আরও বলেন, ‘সঠিক মূল্যে ডাব বিক্রি ও ভাউচার সংরক্ষণ করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়ছে। এছাড়াও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন