১৬ জুন ২০২৪, রবিবার



১০০ পর্বে ‘জবা’

বিনোদন ডেস্ক || ০২ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
১০০ পর্বে ‘জবা’


দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক 'জবা'। এই নাটকের ১০০তম পর্ব সম্প্রচার হতে যাচ্ছে। বুধবার (৩ মে) সন্ধ্যা ৭টায় এই পর্বটি প্রচার হবে। 

২০২৩ সালের ১ জানুয়ারি নাটকটি দীপ্ত টিভিতে প্রথম প্রচার শুরু হয়। এরই মাঝে নাটকটি শত পর্বের মাইলফলক অর্জন করতে যাচ্ছে। নাটকটি শুরু থেকেই নাটকপ্রেমীদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে। এখনো পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছে। 

আশিস রায়ের নির্দেশনায় ধারাবাহিকটিতে অভিনয় করছেন ডলি জহুর, ফারুক আহমেদ, রেজমিন সেতু, সোহান খান, আইনুন পুতুল, নুর এ আলম নয়ন, নরেশ ভূঁইয়া প্রমুখ। জবা নাটকটির চিত্রনাট্য লিখেছেন ফাহমিদুর রহমান ও সংলাপে কলিন রড্রিক। জবা নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে দেখা যাচ্ছে। এছাড়াও দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন