২৬ জুন ২০২৪, বুধবার



খুলনায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৯৮৭ পরিবার

খুলনা সংবাদদাতা || ০৭ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
খুলনায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৯৮৭ পরিবার


খুলনায় ৯৮৭টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে এসব পরিবারকে জমিসহ ঘর উপহার দেওয়া হবে। সোমবার (০৭ আগস্ট) দুপুরে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান। 

খন্দকার ইয়াসির বলেন, 'বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী সকাল ১০টায় কার্যক্রম উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনার তেরখাদা উপজেলার ‘বারাসাত সোনার বাংলা পল্লীতে’ যুক্ত হবেন। এসময় ৯৮৭টি ভূমি-গৃহহীন পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি দেওয়া হবে।' 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, খুলনা জেলার মোট ভূমি-গৃহহীন পরিবারের সংখ্যা ৫ হাজার ৫২৯টি। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৯২২টি, দ্বিতীয় পর্যায়ে ১৩৫১টি ও তৃতীয় পর্যায়ে ৯০৬টি পরিবারের মাঝে জমির মালিকানাসহ ঘর দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে বরাদ্দ মোট ঘরের সংখ্যা ১৮১৯টি।

চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৯৮৭টি পরিবারকে ঘর দেওয়া হবে। এর মধ্যে রূপসা উপজেলায় ১০০টি, তেরখাদায় ১৮৬টি, ডুমুরিয়ায় ১২০টি, পাইকগাছায় ৬৮টি, দাকোপে ৪২টি, বটিয়াঘাটায় ২৫০টি, দিঘলিয়ায় ৬৬টি, কয়রায় ১০০টি ও ফুলতলা উপজেলায় ৫৫টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হবে।  

এসময় প্রেসব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মুনিম লিংকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, কেএমপি’র খালিশপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোপীনাথ কানজিলাল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবীর প্রমুখ। 

ঢাকা বিজনেস/তুরান/এন/



আরো পড়ুন