১৬ জুন ২০২৪, রবিবার



হেনড্রিকসের-ডুসেনকে ফিরিয়ে ছন্দে ফিরেছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ২৪ অক্টোবর, ২০২৩, ০৩:১০ পিএম
হেনড্রিকসের-ডুসেনকে ফিরিয়ে  ছন্দে ফিরেছে বাংলাদেশ


বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ  দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। ইনিংস উদ্বোধনে নামেন রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। ইনিংস বড় করার আভাস দিলেও টাইগার বোলিং তোপে ৩৭ রানে টপ অর্ডারের ২ ব্যাটার হারিয়ে চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮.১ ওভারে ২ উইকেটে ৩৭ রান। ডি কক ২২ ও এইডেন মার্করাম ০ রানে ব্যাট করছেন।

ম্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তানজিদ হাসান তামিমের হাতে জীবন পান রেজা হেনড্রিকস। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ইনিংসের সপ্তম ওভারে শরিফুল ইসলামের বলে বোল্ড হন এ ব্যাটার। এর আগে করেন ১২ রান। 

তিনে নেমে মেহেদী হাসান মিরাজের বলে ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন রাসি ফন ডার ডুসেন।

বাংলাদেশ একাদশ: তানজীদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরার্ল্ড কোয়েৎজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামস।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন