২৬ জুন ২০২৪, বুধবার



ঢামেকসহ জেলা-উপজেলা হাসপাতালগুলোকে আরও উন্নত করা হবে: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৬ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
ঢামেকসহ জেলা-উপজেলা হাসপাতালগুলোকে আরও উন্নত করা হবে: প্রধানমন্ত্রী


দেশের স্বাস্থ্যখাততে আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশাপাশি প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালকে আরো আধুনিক ও উন্নত  করা হবে।’ সোমবার (১৬ অক্টোবর)  সকালে গণভবন থেকে ভার্চুয়ালি স্বাস্থ্য ও পরিকার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি আই সেন্টার স্থাপন’ কার্যক্রমের ৪র্থ পর্যায়ে ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ’কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

একই অনুষ্ঠানে পানিসম্পদ মণন্ত্রণালয়ের ৮০ উন্নয়ন প্রকল্প ও পুনঃখনন করা ৪৩০ ছোট নদী-খাল-জলাশয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে নতুন অনুমোদিত ২০ উন্নয়ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালটিকে ৪ থেকে ৫ হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলবো।’ তিনি বলেন, ‘কোভিড-১৯ না এলে এবারই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হতো।’

প্রধানমন্ত্রী বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এবং রিজার্ভে টাকা জমা পড়ায় আমরা দুহাতে টাকা খরচ করে মানুষকে বাঁচিয়েছি।’ তিনি বলেন, ‘এসব খাতে অনেক টাকা খরচ হয়ে যাওয়ায় অনেক কাজ আমরা শুরু করতে পারিনি। আগামীতে সুযোগ পেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে যেমন উন্নত করবো, তেমনি প্রত্যেকটি জেলা-উপজেলার  হাসপাতালগুলোকে আমরা আরও উন্নত করবো।’

সরকারপ্রধান বলেন, ‘সারাদেশে ডাক্তার-নার্সদের আবাসনে সরকার উন্নত বহুতল আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ শুরু করেছে, ভবিষ্যতে আরও করে দেওয়া হবে। আগামীতে সুযোগ পেলে চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা যেন না হয়, সে ব্যবস্থা  সরকার করে দেবে।’

শেখ হাসিনা বলেন, কমিউনিটি আই সেন্টার স্থাপন কার্যক্রমের ৪র্থ পর্যায়ে এদিন ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধনসহ দেশে এখন ২০০টি ‘কমিউনিটি আই সেন্টার স্থাপন’ করা হয়েছে। সরকার প্রধান বলেন, ‘এরফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ৪০ শতাংশ জনগোষ্ঠী এখন চক্ষুসেবা পাচ্ছে। এ পর্যন্ত ২০ লাখ জনগণের সেবা গ্রহণ করেছে। ফলে অকাল অন্ধত্ব থেকে অনকেইে মুক্তি পেয়েছে, অনেক দরিদ্র রোগীকে বিনামূল্যে চশমা সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব কমিউনিটি ক্লিনিকে এই সেবার ব্যবস্থা করা হবে।’

যশোরের শার্শা উপজেলা, পাবনার সাঁথিয়া উপজেলা এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সংশ্লিষ্টরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন। সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/

 



আরো পড়ুন