১৬ জুন ২০২৪, রবিবার



যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা বিজনেস ডেস্ক || ১৭ অক্টোবর, ২০২৩, ০৯:১০ পিএম
যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান


আজকে পৃথিবী জুড়ে এক যুদ্ধের দামামা আমরা দেখতে পাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,  ‘বিশ্ব নেতাদের কাছে অনুরোধ করবো আপনারা বন্ধ করেন এই যুদ্ধ। বন্ধ করেন এই অস্ত্রের খেলা।’ মঙ্গলবার (১৭ অক্টোবর) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ব নেতাদের প্রতি তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধ হলে সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদের নারী ও শিশুরা। যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ও নারী ও শিশুরা।’

আমাদের সবরকম অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ’১৯৭১ সালে পাকিস্তানি আর্মি আমার বাবাকে বন্দি করে নিয়ে যায়। তারপর মা’কে বন্দি করে। তিনি ছোট বোন রেহানা ও ছোটভাইসহ বন্দিখানায় ছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কোনো ফার্নিচার ছিলনা, খাবার কি হবে তার কোন নিশ্চয়তা ছিলনা। কাজেই যুদ্ধের সময় যে কি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়, সে অভিজ্ঞতা আমার আছে।’

এরআগে  সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় নবনির্মিত জয়িতা ১২তলা আইকনিক টাওয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘জেন্ডার সমতার কথা বলে অনেক দেশ। বাংলাদেশে কিন্তু এর উল্টো হয়ে গেছে। ছেলেদের চেয়ে মেয়েরা বেশি স্কুলে যায়, ফলাফলেও ভালো করে। খেলাধুলায়ও নারীরা ভালো করছে। প্রাইমারি ও মাধ্যমিকে খেলাধুলা চলছে, এখানে মেয়েরা যাতে আরও সম্পৃক্ত হয় সে ব্যবস্থা তার সরকার করে দিয়েছে।’

জাতির পিতা নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার ওপর গুরুত্বারোপ করেছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘শুধু অধিকার অধিকার বলে চিল্লালে হবে না। অধিকার হবে তখনই, যখন নারী ১০ টাকা নিয়ে ঘরে ঢুকতে পারবে।’

সরকার প্রধান বলেন, ‘তাঁর সরকার দেশের উন্নয়নের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে, ধর্ষণ ও এসিড নিক্ষেপের দায়ে মৃত্যুদণ্ডের বিধান করে সুরক্ষা দিয়েছে,  নারী নির্যাতন থেকে সুরক্ষা দিতেও আইন করে দিয়েছে, সন্তানের পরিচয়ের ক্ষেত্রে বাবার সঙ্গে মায়েরও পরিচয় নিশ্চিত করেছে।’ 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন