২৯ জুন ২০২৪, শনিবার



৪৮ টাকায় মিলছে ১ হালি ডিম

স্টাফ রিপোর্টার || ১৬ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম
৪৮ টাকায় মিলছে ১ হালি ডিম


সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি শুরু করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে কারওয়ানবাজারে এই কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

এ সময় মহাপরিচালক বলেন, ‌‘আগামী শুক্রবারের (২০ অক্টোবর) মধ্যে ঢাকা ও এর আশপাশের ২০টি স্থানে পর্যায়ক্রমে ট্রাকসেল থেকে ৪৮ টাকা হালি দরে ডিম কিনতে পারবেন ভোক্তারা। আজ দুপুর থেকেই কারওয়ানবাজার টিসিবি ভবনের সামনে এই মূল্যে ডিম বিক্রি শুরু হয়েছে।’  

সফিকুজ্জামান বলেন, ‘বাজারকে কারসাজিমুক্ত করতেই প্রথমবারের মতো খামারিদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি এই কার্যক্রমের মাধ্যমে সিন্ডিকেট ভেঙ্গে যাবে।’ 

এদিকে, সরকারের বেঁধে দেওয়া দাম ৪৮ টাকা হালিতে ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় প্রথম দিনে সোমবার (১৬ অক্টোবর) ট্রাকসেলে বিক্রির জন্য ৪২ হাজার ৪শ পিস ডিম আনা হয়। এতে সর্বোচ্চ ৩০টি ডিম কেনার সুযোগ পান একজন ক্রেতা।

এ সময় প্রান্তিক খামারিদের কাছ থেকে বড় বড় বেসরকারি প্রতিষ্ঠানকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান।

বাজারে আলুর পর এবার এভাবে ট্রাকে করে ডিম বিক্রির প্রভাব সম্পর্কে সফিকুজ্জামান বলেন, ‘বিপণন কাঠামোর সিন্ডিকেট ভাঙতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’

ঢাকা বিজনেস/মাহি/



আরো পড়ুন