০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



উদ্বোধনী জুটিতে দলীয় শতক আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক || ১৫ অক্টোবর, ২০২৩, ০৯:৪০ এএম
উদ্বোধনী জুটিতে দলীয় শতক আফগানিস্তানের


ওয়ানডে বিশ্বকাপের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-ইংল্যান্ড। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার গুরবাজ-জাদরানের ব্যাটে দলীয় শতক পার করলো আফগানিস্তান। এতে চাপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৪ ওভার শেষে বিনা উইকেটে ১০৬ রান। উদ্বোধনী জুটিতে রহমানুল্লাহ গুরবাজ ৪৯ বলে ৬৯ রানে ও ইবরাহিম জাদরান ৪৩ বলে ২৬ রানে অপরাজিত আছেন।

রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। 

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি। 

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও ফজল হক ফারুকি।



আরো পড়ুন