২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলো না পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || ১৪ অক্টোবর, ২০২৩, ১২:৪০ পিএম
ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলো না পাকিস্তান


বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান।  টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে  উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। সেই চাপ সামলে বাবর আজম তুলে নেন ক্যারিয়ারের ২৯তম ফিফটি। তবে ২৯ রানের ব্যবধানে ৭ ব্যাটার হারিয়ে ১৯১ রানে অল আউট হয়েছে পাকিস্তান।

শনিবার (১৪ অক্টোবর) ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন খারাপ হয়নি পাকিস্তানের। ওপেনিংয়ে আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক মিলে যোগ করেন ৪১ রান। তবে তাকে ২০ রানের বেশি করতে দেননি মোহাম্মদ সিরাজ।

সিরাজের দেওয়া ধাক্কা ভালোভাবেই কাটিয়ে উঠছিল পাকিস্তান। তবে এবার আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। দারুণ ছন্দে ব্যাট করতে থাকা ইমাম উল হককে ৩৬ রানে সাজঘরে ফেরান এই মিডিয়াম পেসার।

এরপর বাবর-রিজওয়ান ধরেন দলের হাল। ব্যাটিং  স্বাচ্ছন্দে ভারতীয় বোলারদের ঘাম ছুটিয়েছেন তারা। ৭টি চারের মারে ৫৭ বলে ফিফটি তুলে নিয়ে পরের বলেই আউট হন বাবর। 

বাবর ফেরার পর দ্রুত সময়ের ব্যবধানে সাউদ শাকিলকে ফেরান কুলদীপ যাদব। একই ওভারে ইফতিখার আহমেদকেও ফেরান কুলদীপ। বিপর্যয়ের ষোলকলা পূর্ণ হয় সেট ব্যাটার রিজওয়ানের বিদায়ে। ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকতে জসপ্রিত বুমরাহর বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এক ওভার পর আবারও বোলিংয়ে এসে শাদাব খানকে ফেরান বুমরাহ। 

৪০তম ওভারে মোহাম্মদ নেওয়াজ ফেরেন হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ হয়ে। পরের ওভারের প্রথম বলে আউট হন হাসান আলী। জাদেজার বলে হারিস রউফ এলবিডব্লিউ হয়ে ফিরলে ১৯১ রানে থামে পাকিস্তানের ইনিংস। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন