০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



অর্থনীতি
প্রিন্ট

গরিববান্ধব বাজেট হবে: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ০১ জুন, ২০২৩, ০৮:৩৬ এএম
গরিববান্ধব বাজেট হবে: অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট গরিববান্ধব হবে। সবার কল্যাণের কথা মাথায় রেখে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জুন) সকালে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আসছে বাজেট গরীববান্ধব হবে। এবারের বাজেটে বিশেষ কোনো চাপ নেই। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে। এ ছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় বিপুল আকারে বাড়ানো হবে।’

তিনি আরও বলেন, 'আমরা কিন্তু এগিয়ে গেছি আমাদের লক্ষ্যমাত্রার দিকে। আমি মনে করি, এবারও আমরা সেটাই অর্জন করব। আমরা ঠকব না, আমরা হারব না এবং এ দেশের মানুষকেও আমরা ঠকাব না, আমরা হারাব না।

তিনি বলেন, আমি বাজেট সম্পর্কে যতবার আলোচনা করেছি, প্রত্যেকবার একটি কথা বলেছি যে, উইন উইন সিচুয়েশন; আমিও গরিবের সন্তান ছিলাম। এক সময় গরিব ছিলাম। আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের।’ 

বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন