২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



সাহিত্যে নোবেল পেলেন নরওয়েজিয়ান লেখক ইয়ন ফসে

ঢাকা বিজনেস ডেস্ক || ০৫ অক্টোবর, ২০২৩, ১১:৪০ এএম
সাহিত্যে নোবেল পেলেন নরওয়েজিয়ান লেখক ইয়ন ফসে


২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান লেখক ইয়ন  ফসে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় নোবেল কমিটি সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করেন।

নোবেল কমিটি জানায়,  ফসে তার নাটক ও গদ্যে অনেক অব্যক্ত বিষয়কেও ব্যক্ত করে তুলেছেন।  

এর আগে ২ অক্টোবর চিকিৎসায় নোবেল পেয়েছেন দুই জন। তারা হলেন  হাঙ্গেরিয়ান-আমেরিকান বিজ্ঞানী ক্যাতালিন কারিকো ও আমেরিকান বিজ্ঞানী ড্রিউ উইসম্যান।

৩ অক্টোবর পদার্থে নোবেল পেলেন তিন জন। তারা হলেন, পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস ও অ্যান ল'হুইলিয়ার। 

৪ অক্টোবর রসায়নে নোবেল পেয়েছেন ৩ বিজ্ঞানী। তারা হলেন, মুঙ্গি বাওয়েন্দি (ফ্রান্স), লুইস ই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও অ্যালেক্সি একিমোভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)। 

৬ অক্টোবর শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর দুই দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর অর্থনীতিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে।

ঢাকা বিজনেস/এমএ/


 



আরো পড়ুন