ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় তারা নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন নারী দক্ষিণের রাফাহ শহরে এবং আটজন গাজা সিটির উত্তরে একটি হাসপাতালের কাছে নিহত হয়েছেন। গাজা সিটির মধ্যবর্তী ওমর আল-মোখতার স্ট্রিটের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ৯ ফিলিস্তিনি নিহত হন।
পরে শেখ রাদওয়ান এলাকার একটি কলেজের কাছে ইসরায়েলি বিমান হামলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই হামলাটি হামাস যোদ্ধাদের লক্ষ্য করে চালানো হয়েছে। এখান থেকে তারা একটি কমান্ড সেন্টার পরিচালনা করছিলেন। বাকিরা অন্যান্য এলাকায় হামলায় মারা যান।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালের কাছে একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়ে ৮ জন ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছেন তারা। তাদের মধ্যে একজন উচ্চপদস্থ হামাস কমান্ডারও রয়েছে। তিনি গত ৭ অক্টোবরের হামলায় জড়িত ছিল বলে দাবি করেছে ইসরায়েল।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় তৃতীয় দিনের মতো মঙ্গলবার টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই মধ্যে ১০ বছরের নিচে প্রায় এক চতুর্থাংশ শিশুকে টিকা দেয়া হয়েছে।
গত মাসে গাজার এক শিশু পোলিও ভাইরাসের টাইপ টুতে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তারপরই এই কঠিন টিকাদান কর্মসূচি শুরু করে জাতিসংঘ। এর মাধ্যমে ছোট্ট এই উপত্যকার ১০ বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকা দেয়া হচ্ছে।