২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



নরসিংদীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নরসিংদী প্রতিনিধি || ০৫ অক্টোবর, ২০২৩, ০৫:৪০ এএম
নরসিংদীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


নরসিংদীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৩৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে রায়পুরা উপজেলার মরজাল ওয়ান্ডার পার্ক হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজি উদ্দিন আহমেদ রাজু এমপি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'তোমরা প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যে ভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তার সঙ্গে নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করো। তোমাদের মেধা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। তোমরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণার সঙ্গে একাত্মতা পোষণ করে স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে। প্রচলিত শিক্ষার পাশাপাশি বেশি বেশি বই পড়া এবং নৈতিক শিক্ষা জরুরি।'  

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ফিরোজ মিয়া। অন‍্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, উপজেলা চেয়ারম্যান ফোরামের সম্পাদক রিয়াজ মুর্শেদ খান রাসেল, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, আদিয়াবাদ সরকারি ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন, সিরাজনগর এমএ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন ও আব্দুল্লাহপুর স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন খন্দকার প্রমূখ। 

উল্লেখ্য, ২০২৩ সালে রায়পুরা উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮১ জন গোল্ডেন জিপিএসহ মোট ৩৩৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি 'অসমাপ্ত আত্মজীবনী' বইটি তুলে দেন।

ঢাকা বিজনেস/মাহমুদ/এন



আরো পড়ুন