২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি যত খরচ হবে

স্টাফ রিপোর্টার || ০১ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম
হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি যত খরচ হবে


ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা খরচ হবে। 

বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এদিকে, সরকারিভাবে গত বছর দুটি প্যাকেজ থাকলেও এবার একটি ঘোষণা করা হয়েছে। 

ফরিদুল হক খান বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন।

তবে সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই হজযাত্রীর প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ ২ এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে। বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’ এর মাধ্যমে হজ করতে খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

ঢাকা বিজনেস/এইচ 



আরো পড়ুন