২৬ জুন ২০২৪, বুধবার



নরসিংদীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি || ০১ অক্টোবর, ২০২৩, ০৫:১০ পিএম
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু


নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মুমিত হাসান তনু (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (০১ অক্টোবর) নরসিংদী শহরের চিনিশপুর এলাকার রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) কার্তিক চন্দ্র রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, তনু চিনিশপুর এলাকার একটি বাসা বাড়ির মেসে থেকে কলেজে পড়াশোনা করতেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে ওই মেস থেকে কলেজে রওনা হন তিনি। পরে তার বাসার সামনে ২০০ গজ দূরের রেল লাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সূবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এস আই কার্তিক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। পরিবারের লোকজনের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা বিজনেস/মাহমুদ/এনই



আরো পড়ুন