২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



রান সংগ্রহে শীর্ষে সাকিব, দুইয়ে কোহলি

ক্রীড়া ডেস্ক || ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৯ এএম
রান সংগ্রহে  শীর্ষে সাকিব, দুইয়ে কোহলি


আর কিছুদিন পরই ওয়ানডে বিশ্বকাপের মূল পর্ব শুরু আর আগে নতুন রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের হয়ে এখনো খেলতে থাকা ক্রিকেটারদের মধ্যে রান সংগ্রহে শীর্ষে রয়েছেন সাকিব। যেখানে টাইগার অলরাউন্ডারের পেছনে অবস্থান করছে বিরাট কোহলি।  ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা সাকিবের সামনে এবারও রয়েছে একাধিক রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ।  

চার বিশ্বকাপে খেলা সাকিব ব্যাট হাতে রান করেছেন ১১৪৬। জাতীয় দলের হয়ে এখনো খেলে চলা ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়কের চেয়ে বেশি রান কারো নেই। 

তালিকার দুইয়ে থাকা বিরাট কোহলি ২৬ ম্যাচে করেছেন ১০৩০ রান। তালিকার তিনে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ১৮ ম্যাচে ৯৯২ রান করেছেন তিনি। 

তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন রোহিত শর্মা (৯৭৮ রান), কেইন উইলিয়ামসন (৯১১ রান), মুশফিকুর রহিম (৮৭৭ রান)। জাতীয় দলের হয়ে এখনো খেলে চলা ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব ও কোহলিই ন্যূনতম ১০০০ রান করেছেন বিশ্বকাপে। 

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন