রেকর্ড ভাঙ্গা স্কোর করে আয়ারল্যান্ডের নারীদের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার (২৭ নভেম্বর, ২০২৪) মিরপুর স্টেডিয়ামে আয়ারল্যান্ডের নারীদের ১৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ২৫২ রান। যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আয়ারল্যান্ড ২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অল আউট হয়ে যায় মাত্র ৯৮ রানে।
তিন ম্যাচের ওয়ানডে এবং ৩ ম্যাচের টি টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বুধবার মিরপুরে ছিল প্রথম ওয়ানডে। আগে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। মাত্র ৪ উইকেট হারিয়ে ৫০ ওভারে তারা তুলে ২৫২ রান। এটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ। এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর দক্ষিন আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটে ২৫০ রান তুলেছিল বাংলাদেশ। তারও আগে ২০২২ সালের ১৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ২৩৪ করেছিল বাংলাদেশের মেয়েরা।
২৫২ রানের ইনিংসে সবচেয়ে বড় অবদান শারমিন আক্তারের। ৮৯ বলে ৯৬ রান করেন তিনি। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন শারমিন। এছাড়া ফারজানা ১১০ বলে ৬১ রান করেন। ৬১ বলে ৩৮ রান করেন মুর্শিদা খাতুন। নিগার সুলতানা তুলেন ২৮ বলে ২৮ রান। ৯ বলে ১৩ রান তুলেন স্বর্না আক্তার।
জবাবে ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ডের মেয়েরা। তাদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার সারা ফোর্বস। লাউরা ডিলানি ২২ এবং অরলা প্রেন্ডারগাস্ট করেন ১৯ রান। আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেন নি। ২৮.৫ ওভারে ৯৮ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। পরাজয় ১৫৪ রানের।
বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন এবং নাহিদা আক্তার ৩ টি করে উইকেট নেন। ২ টি পান মারুফা আক্তার। প্লেয়ার অব দি ম্যাচ হয়েছেন শারমিন আক্তার।
তবে এত বড় ব্যবধানে জিতলেও বাংলাদেশের মাথায় একটি বড় চিন্তা আছে। আগামি বছর জুনে ভারতে বসবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। সেখানে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে বাংলাদেশের নারীদের পেরোতে হবে বড় চ্যালেঞ্জ। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সবগুলো জিততে হবে; সেই সঙ্গে আরো ৩ টি ওয়ানডে আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যার অন্তত দুটিতে জিততে হবে। তার মানে আগামি ৬ ম্যাচের ৫ টিতেই জিততে হবে বাংলাদেশের মেয়েদের।