২৬ জুন ২০২৪, বুধবার



আইপিএলের ফাইনাল আজ

ক্রীড়া ডেস্ক || ২৮ মে, ২০২৩, ০৯:০৫ এএম
আইপিএলের ফাইনাল আজ


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনালে আজ (২৮ মে) মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স। ১০ দলের এ আসরে রাউন্ড রবিন লিগ ও প্লে-অফের লড়াই শেষে এখন শিরোপার সামনে শুধু দুই দল। 

আজ (রোববার) রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে।

ফাইনালে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি এবং গুজরাট টাইটান্সের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। 

গত আসরে এই ভেন্যুতেই রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলে প্রথমবারের মতো অংশ নিয়ে শিরোপা জিতে নেয় গুজরাট। আজ সেই একই মাঠে প্রতিপক্ষ হিসেবে গুজরাট পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে।

ফাইনালে যারা জিতবে তারা পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৯৬ লাখ টাকা। 

প্রসঙ্গত, সর্বোচ্চ পাঁচটি শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সফলতম দল নিশ্চিতভাবেই চেন্নাই। এন শ্রীনিবাসনের দলটি ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে শিরোপা জিতেছে। এছাড়া ফাইনালে হেরেছে পাঁচবার! এবার ১০ বারের মতো ফাইনাল খেলবে তারা। আইপিএলের ১৬ আসরের মধ্যে দুটিতে তারা অংশ নেয়নি নিষিদ্ধ থাকায়। অর্থাৎ ১৪ আসরে অংশ নিয়ে ১০ বারই ফাইনালে হলুদ জার্সিধারীরা। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন