২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



অর্থনীতি
প্রিন্ট

জাপান থেকে ৪৯৮ বিলাসবহুল গাড়ি এলো মোংলায়

বাগেরহাট করেসপন্ডেন্ট || ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৩৯ এএম
জাপান থেকে ৪৯৮ বিলাসবহুল গাড়ি এলো মোংলায়


জাপান থেকে আমদানী করা ৪৯৮ টি বিলাসবহুল গাড়ি নিয়ে মোংলাবন্দরে এলো বিদেশি জাহাজ ‘এমভি লোটাস লিডার। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায়  বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। ‘এমভি লোটাস লিডার’-এর স্থানীয় শিপিং এজেন্ট এন ওয়াই কে এর কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জাহিদুল ইসলাম জানান, মোংলাবন্দরে আসা বাণিজ্যিক জাহাজে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্যারাডো ও মিনিবাসসহ একাধিক ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে। দুপুর থেকে গাড়ির খালাস কাজ শুরু হবে। গাড়ী খালাস শেষে আগামী দিন (২৭ সেপ্টেম্বর) জাহাজটি মোংলাবন্দর ত্যাগ করবে।

উল্লেখ্য, এর আগে ২৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন