০২ এপ্রিল ২০২৫, বুধবার



বগুড়ায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

বগুড়া সংবাদদাতা || ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৯ এএম
বগুড়ায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু


বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) রাতেও সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বগুড়া শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. যাকারিয়া রনি এই তথ্য জানান। 

মৃত ব্যক্তিরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রামের মৃত আয়নাল হকের ছেলে হোমিও চিকিৎসক একরামুল হক বাবলু (৬৮) ও সোনাতলা উপজেলার নাগরপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী মিনি বেগম (৫৫)।

বগুড়া শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. যাকারিয়া রনি বলেন, 'গত ২০ সেপ্টেম্বর বাবলু জ্বর নিয়ে শজিমেক হাসপাতালে আসলে ডেঙ্গু শনাক্ত হয়। পরে  চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়। এছাড়াও সোনাতলা উপজেলার গৃহবধূ মিনি বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন। পরেরদিন রোববার রাতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।'

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়ায় এ বছর ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ২৫ জনসহ জেলার অন্যান সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) ২৮ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়াও এ বছর বগুড়ায় মোট ১ হাজার ১৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

ঢাকা বিজনেস/সাব্বির/এন 



আরো পড়ুন