১৭ জুন ২০২৪, সোমবার



টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ১০ অক্টোবর, ২০২৩, ১০:১০ এএম
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ


আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে এক পরিবর্ ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৯ উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অপরদিকে পুরোপুরি উল্টো চিত্র বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশনের শুরুর ম্যাচে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে সাকিবের দল। তবে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা কঠিন হতে চলেছে তা সবারই জানা।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।

ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন